বেলজিয়াম-যাত্রীর ডায়েরী - পর্ব ১
মধ্যরাতে "আবু দু'ভাই"-এ যাত্রা-বিরতি। এক ভাইয়ের নাম তো বুঝলাম আবু, অন্য ভাইয়ের নামটা কী? ...আকাশ থেকে বিমানের জানালা দিয়ে এই মরুর দেশটাকে কিছুটা আঁচ করার চেষ্টা করছিলাম। যা বুঝলাম তা' হলো "দু'ভাই"-এর কাছাকাছি এরা যেতে পারেনি এখনও, যদিও এই আবু-ই আমিরাত-গুলোর নেতা। বিমানবন্দরটাতেও ঠিক বড়লোকি ভাবটা নেই। একটু বাইরে যেতে পারলে মন্দ হতো না!
No comments:
Post a Comment