বেলজিয়াম-যাত্রীর ডায়েরী - পর্ব ২
অবশেষে পৌঁছুলাম ব্রাসেলস্ বিমানবন্দরে। নেমেই ধাক্কা! আধ-কিলোমিটার লম্বা লাইন অভিবাসন জানালার সামনে! নিজেকে কেমন যেন বোকা বোকা লাগছিল, কিন্তু মিনিট পাঁচেক পরেই যখন পেছনে তাকিয়ে দেখলাম যে অন্তত শ' খানেক লোক আমার পেছনে এসে দাঁড়িয়েছে, মনটা তখন একটু ভালো হয়ে গেল। যাক্, আমার চেয়েও 'বোকা' মানুষ আছে তা'হলে। আসলে এরা সত্যিই বোকা। আমাদের দেশী মানুষগুলোর মতো চালাক হলে কখন শর্টকাট মেরে, ঠেলাঠেলি করে সামনে চলে যেত! ...যাক, আপাতত: এই বোকাদের সাথেই দাঁড়িয়ে আছি। লাইনটা দ্রুত ছোট হয়ে আসছে। দেখা যাক, শহরের মুখ কখন দেখতে পাই।
No comments:
Post a Comment