বেলজিয়াম-যাত্রীর ডায়েরী - পর্ব ৩
হোটেলে এসে নরম বিছানায় নিজেকে এলিয়ে দিয়ে আবারও লেখা শুরু করলাম। বিমানবন্দরে আমার দলের লোকজনদের পেয়ে গিয়েছিলাম। তাঁরা এক কাতারে কাতার এয়ারওয়েজে চেপে কাতার হয়ে মোটামুটি একই সময়ে পৌঁছিয়েছিলেন। অভিবাসনের অগ্নিপরীক্ষার জন্য লম্বা কাতারে দাঁড়িয়ে থাকার পর যখন সবাই কাতর, তখন তারই মাঝে একজনকে নিয়ে বেশ এক কাণ্ড ঘটে গেল। পরিবারসহ উনি এসেছেন মিটিং কাম মধুচন্দ্রিমায়। পরিবারের ভ্যানিটি ব্যাগটি তল্লাশি করে শুল্ক-বিভাগ এক কাড়ি টাকা উদ্ধার করে বসলো। শখ করে শপিং করার জন্য পরিবার টাকাগুলো সঙ্গে নিয়ে এসেছেন। যা'হোক অনেক দেন দরবার করে ৭৫০ ইউরো জরিমানা দিয়ে তাঁরা এযাত্রা পার পেলেন।
এদেশটার নাম 'বেল-জ্বী-আম' কেন হলো, এটা বুঝতে চাই। ভালো বেল বা ভালো আম কি পাওয়া যায় এদেশে? গেল বছর একদিনের জন্য এসেছিলাম এখানে। তখন তো' চকোলেট আর আইসক্রীম ছাড়া তেমন কিছু চোখে পড়েনি। বেল আর আমের খোঁজে বেড়োবো এখনই।
No comments:
Post a Comment